শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ জুন ২০২৪ ১৫ : ২৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ লোকসভা ভোটে যেন নতুন রাহুল গান্ধীর উত্থান। তাই বোন প্রিয়াঙ্কা গান্ধীর আবেগঘন পোস্ট। ভাইকে সমর্থনের পাশাপাশি দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদও দিলেন প্রিয়াঙ্কা। নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, ‘যে কেউ যা কিছু বলুক না কেন নিজের জায়গায় স্থির ছিলে। সকলে সন্দেশ প্রকাশ করলেও নিজের প্রতি আস্থা হারাওনি। মিথ্যার বিরুদ্ধে সোজা হয়ে লড়াই করেছ। রাগ এবং ঘৃণাকে কখনও নিজের মধ্যে স্থান দাওনি। ভাসবাসা, সত্যি এবং দয়া দিয়ে সকলের মন জয় করে নিয়েছ। তোমার বোন হিসাবে আমি গর্বিত।’ প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর যুগ্ম লড়াইয়ের ফলেই কংগ্রেস ৯৯ টি আসনে জয়লাভ করেছে। ২০১৯ লোকসভা ভোটে যেখানে ৫২ টি আসন পেয়েছিল কংগ্রেস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দল। চাঙ্গা হয়েছে কর্মীদের মনোভাবে। এক্সিজ পোলকে হার কলা দেখিয়ে ইন্ডিয়া জোট ২৩২ টি আসনে জয়লাভ করেছে। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার পথে বড় বাধা হয়ে দাঁড়াল ইন্ডিয়া জোট।